নিত্যপণ্যের দাম নিয়ে ক্রেতার যখন শনির দশা, তখন পালে হাওয়া দিচ্ছে চলমান অবরোধ। বেড়েছে প্রায় সবধরণের সবজির দাম।
সপ্তাহ ব্যবধানে আলু–পেঁয়াজের দাম স্থিতিশীল থাকলেও, আটা–ময়দা কেজি প্রতি বেড়েছে ৫ থেকে ১০ টাকা। নতুন করে শুরু হয়েছে চাল নিয়ে চালবাজি। প্রকারভেদে চালের দাম কেজিতে বেড়েছে ২ থেকে ৪ টাকা।
রাজধানীর কারওয়ান বাজারে এসে এমন দীর্ঘশ্বাসের উত্তর খুঁজে পাওয়া ভার। বাজার পরিস্থিতি যেন ফুটো কলসির মত। দু‘একটি পণ্যের উর্ধ্বমূল্য স্থিতিশীল হয়, তো বেড়ে যায় বাকি পণ্যের দাম।
শীতের সবজি বাজারে আসতে শুরু করেছে। কিন্তু দাম কমার লক্ষণ নেই, এজন্য চলমান অবরোধকে কারণ হিসেবে দেখাচ্ছেন বিক্রেতারা।
চালের বাজারেও নেই কোন সুখবর। মাসের ব্যবধানে মোটা চালের দাম বেড়েছে কেজি প্রতি পাঁচ টাকা। মাঝারি ও সরু চালের দাম বেড়েছে কেজি প্রতি ১–২ টাকা।
প্রতি কেজি খোলা আটার দাম বেড়েছে ৫ থেকে ৭ টাকা। এক মাসে প্যাকেটজাত ময়দার দাম কেজিতে ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকায়।
মাছের বাজারের অস্থিরতা কবে কমবে জানেন না ক্রেতারা। তবে, দাম কমার তালিকায় রয়েছে ডিম ও পোলট্রি মুরগী।
এসএ/দীপ্ত নিউজ