২০২৬ ফুটবল বিশ্বকাপ বাছাইয়ে, আই গ্রুপের ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) মেলবোর্নে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩টায়।
ফিফা রেংঙ্কিংয়ের ২৭ নম্বর দল অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে, ১৮৩ নম্বরে থাকা বাংলাদেশ। তবে বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচেই চমক দেখাতে চায় জামাল ভূঁইয়ারা। দীর্ঘ আট বছর পর মুখোমুখি হচ্ছে দুই দল।
এর আগে ২০১৫ সালে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে, দুই লেগ মিলিয়ে ৯ গোল হজম করেছিলো লাল সবুজরা। সেই দলের একমাত্র ফুটবলার, জামালের হাতে এখন আর্মব্যান্ড। দলটাও আগের চেয়ে পরিপক্ক। কোচ বদলের পাশাপাশি টাইগার ডাগআউটে আগমন ঘটেছে তরুণ তুর্কিদেরও।
পিছিয়ে পড়ে কীভাবে ঘুড়ে দাঁড়াতে হয়, সাফের আসরে সেটাও দেখিয়েছে বেঙ্গল টাইগার্সরা। তবে অস্ট্রেলিয়ার মাটিতে কিছুটা চাপে থাকবে হ্যাভিয়েরের শিষ্যরা।
অন্যদিকে, কাতার বিশ্বকাপে শেষ ষোলোতে চমক দেখানো অস্ট্রেলিয়া, দশ মাস পর মাঠে নামছে আরেকটি বিশ্বকাপে ওঠার লড়াইয়ে। পঁচা শামুকে যেন পা না কাটে, সেদিকেই এখন লক্ষ্য তাদের।
আল/ দীপ্ত সংবাদ