বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

তফসিল ঘোষণায় সারাদেশে আনন্দ মিছিল

দীপ্ত নিউজ ডেস্ক
19 minutes read

নির্বাচন নিয়ে দেশের দুই বড় রাজনৈতিক শক্তি আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে টানাপোড়েনের মধ্যেই দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করল নির্বাচন কমিশন (ইসি)। তফসিল ঘোষনার পর সারাদেশে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচনের তারিখ ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এরপর সারাদেশে আনন্দ মিছিল করে আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীরা।

জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যের ভিত্তিতে বিস্তারিত

মেহেরপুর

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনায় মেহেরপুরে আওয়ামী লীগের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। তফসিলকে স্বাগত জানিয়ে জেলা আওয়ামী লীগসহ অংগসংঠন আনন্দ মিছিল বের করে। মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ইব্রাহীম শাহীনের নেতৃতে¦ একটি আনন্দ মিছিল শহর প্রদক্ষিন শেষে জেলা আওয়ামী লীগের কার্ষালয়ের সামনে এসে শেষ হয়। অন্য দিকে জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: ইয়ারুল ইসলামের নেতৃত্বে একটি মিছিল বের হয়।

মাগুরা

নির্বাচনের তফসিল ঘোষণা করায় মাগুরায় আনন্দ মিছিল করেছে জেলা আওয়ামীলীগ। মাগুরা১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখরের নেতৃত্বে মিছিলটি শহরের জামরুলতলা দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে। এ সময় মিছিলে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ, সহসভাপতি সোহেল পারভেজ দ্বীপ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসের বাবলু, যুগ্ম সম্পাদক শাখারুল ইসলাম শাকিল, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, পৌর আওয়ামীলীগের সভাপতি বাকি ইমাম, সাধারণ সম্পাদক মকবুল হাসান মাকুল, জেলা যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমানসহ জেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আনন্দ মিছিলে জেলা আওয়ামী লীগের হাজার নেতাকর্মী অংশ নেয়।

নোয়াখালী

নোয়াখালীতেও তফসিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল বের করা হয়। জেলা আ.লীগের সাবেক সহসভাপতি ও ফুটবল ফেডারেশনের সহসভাপতি নোয়াখালী২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আতাউর রহমান মানিকের নেতৃত্বে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি সেনবাগ বাজারের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিন করে। এসময় সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র আবু জাফর টিপু, উপজেলা আওয়ামী লীগের নেতা আলী আক্কাস রতন, সেনবাগ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নুরুজ্জামান চৌধুরী, জেলা যুবলীগ নেতা সোহেল খোন্দকারসহ বিপুর সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মেহেরপুর

তফসিল ঘোষনায় মেহেরপুরে আওয়ামী লীগের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত। মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ইব্রাহীম শাহীনের নেতৃতে¦ একটি আনন্দ মিছিল শহর প্রদক্ষিন শেষে জেলা আওয়ামী লীগের কার্ষালয়ের সামনে এসে শেষ হয়। অন্য দিকে জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: ইয়ারুল ইসলামের নেতৃত্বে একটি মিছিল বের হয়। এসময় মিছিলে আওয়ামী লীগের বিভিন্ন অংগ সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহন করেন।

বাগেরহাট

তফসিল ঘোষণার পর বাগেরহাটে আনন্দ মিছিল করেছে সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। মিছিলে, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ভূইয়া হেমায়েত উদ্দিন, জেলা আওয়ামী লীগ নেতা এ্যাড. ফরিদ উদ্দিন, তালুকদার আব্দুল বাকী, মীর ফজলে সাঈদ ডাবলু, সরদার ফারুক আহমেদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান বাচ্চু, সাধারন সম্পাদক এমএ মতিন, পৌর আওয়ামী লীগের সভাপতি বশিরুল ইসলাম, সাধারন সম্পাদক ইবনে মিজান হিরুসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও মিছিলে জেলা ছাত্রলীগ, শ্রমিকলীগ, তাঁতীলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেনী

ফেনীতে নির্বাচনী তফসিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে আওয়ামী লীগ। মিছিলে ফেনী জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক একে শহীদ উল্ল্যাহ খোন্দকার, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজীবসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

চট্টগ্রাম

চট্টগ্রাম মহানগর আওয়ামীলী ও ছাত্রলীগের   উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। এছাড়া নিউ মার্কেট মোড় থেকে আনন্দ মিছিল বের করে  ইসলামিয়া কলেজ ছাত্রলীগ।

বরগুনা

তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে বরগুনা জেলা আওয়ামী লীগের উদ্যোগে এক আনন্দ মিছিল  বের করে করেন নেতা কর্মীরা। এ সময় বক্তব্য রাখেন বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর কবির, আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোতালেব মৃধা, বরগুনা পৌরসভার মেয়র অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ, বরগুনা  সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান, বরগুনা জেলা যুব লীগের সভাপতি রেজাউল করিম এ্যাটমসহ আওয়ামী লীগযুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও কৃষক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বরিশাল

নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়ে বরিশালে র্যালী করেছে নেতাকর্মীরা। রিশাল জেলা ও মহানগর আওয়ামীলীগের যৌথ উদ্যোগে এবং  আওয়ামী লীগের অপর একটি অংশের উদ্যোগে পৃথক পৃথক রেলি অনুষ্ঠিত হয়। মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক সেরনিয়াবাদ  সাদিক আব্দুল্লাহ সহ সিনিয়র নেতৃবৃন্দ রেলীতে উপস্থিত ছিলেন।

কুষ্টিয়া

তফশিল ঘোষণাকে স্বাগত জানিয়ে কুষ্টিয়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে। তফসিল ঘোষণার পরপরই কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান ও সাধারণ সম্পাদক আসগর আলীর নেতৃত্বে নেতাকর্মীরা শহরের বিভিন্ন সড়কে আনন্দ মিছিল করে।

পটুয়াখালী

তফসিল ঘোষনাকে স্বাগত জানিয়ে পটুয়াখালীতে আনন্দ মিছিল করেছে আওয়ামীলীগের নেতাকর্মীরা। পটুয়াখালী১ আসনের সংসদ সদস্য আবজাল হোসেনের নেতৃত্বে এ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে লঞ্চঘাট এলাকায় গিয়ে শেষ হয়। এসময় জেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আলমগীর ও সাধারন সম্পাদক ভিপি আবদুল মান্নান সহ আওয়ামী অংগসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে জেলার ৮ উপজেলার আওয়ামীলীগ কর্যালয় থেকেও আনন্দ মিছিল বের করা হয়েছে।

লক্ষীপুর

তফসিল ঘোষণার পর আতশবাজি ফুটিয়ে আনন্দ মিছিল করেছে লক্ষীপুর জেলা আওয়ামী লীগ। মিছিলটি শহরের মুজিব চত্ত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন, লক্ষীপুর সদর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী, জেলা আওয়ামী লীগ নেতা রাসেল মাহমুদ মান্না,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জহির উদ্দিন বাবর, জেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম রকি, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেনসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ।

যশোর-

যশোর শহরে দড়াটানা মোড় থেকে আনন্দ মিছিল বের করে আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী মিছিলে অংশ নেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়।

শেরপুর

শেরপুরে তফসিলকে স্বাগত জানিয়ে জেলা শহরে আনন্দ মিছিল করেছে জেলা আওয়ামীলীগ। এতে নেতৃত্ব দেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু। এসময় জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির রুমানসহ জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। 

এছাড়াও তফসিলকে স্বাগত জানিয়ে আওয়ামীলীগের প্রসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরীর নির্বাচনী এলাকা নালিতাবাড়ীতে কেন্দ্রীয় নেতা গোপাল চন্দ্র সরকার, উপজেলা  আওয়ামীলীগের সভাপতি এএইচএম মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক ওয়াজকুরুনি নকলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ এর নেতৃত্বে আনন্দ মিছিল বের করা হয়।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More