ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ৫ দিনের যুদ্ধবিরতি দিলে ইসরায়েলের ৭০ বন্দিকে মুক্তি দেবে হামাস। দেশটির স্বাধীনতাকামী গোষ্ঠীটির সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবেইদা এক বিবৃতিতে একথা জানান।
এদিকে, গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে আবারও হামলা চালিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। সোমবার বিমান হামলায় অন্তত ৩১ জন নিহত হয়। উত্তরাঞ্চলের হাসপাতালগুলোর কাছে বর্তমানে তীব্র লড়াই চলছে দুপক্ষের মধ্যে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, গাজার প্রধান হাসপাতালের গেইটের কাছে পৌঁছে গেছে ইসরায়েলের ট্যাংক। ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক জাতিসংঘ সংস্থা জানিয়েছে, জ্বালানির অভাবে গাজায় তাদের ত্রাণ কার্যক্রম ৪৮ ঘন্টার মধ্যে বন্ধ হয়ে যেতে পারে। সোমবার ছয়শো জন ফিলিস্তিনি রাফাহ ক্রসিং দিয়ে গাজা সীমান্ত অতিক্রম করেছে।
আল/দীপ্ত সংবাদ