বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে বুধবার (১৫ নভেম্বর) ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। মুম্বাইয়ের ওয়াংখেরে স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় বেলা আড়াইটায়।
ঘরের মাটিতে বিশ্বকাপ, তাইতো টগবগিয়ে ছুটছে রোহিত কোহলিরা। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো লিগ পর্বে অপরাজিত থেকে সেমিতে উঠেছে ভারত। তবে এবার সেমির মহারণ, হারলেই বিদায়।
২০১১ সালে বিশ্বকাপ জয়ের পর আর সেমির গন্ডি পেরোতে পারেনি ভারত। এছাড়াও গত আসরে নিউজিল্যান্ডরে কাছে হেরেই সেমি থেকে ছিটকে যায় ম্যান ইন ব্লুরা। তাই এবার প্রতিশোধের অপেক্ষায় রোহিত–কোহলিরা।
টানা চার জয়ে টেবিলের শীর্ষে ছিলো কিউইরা। তবে ভারতের কাছে হেরে ছন্দপতন হয় তাদের। চার হারে সেমির সমীকরন কঠিন হয়ে গেলেও লঙ্কানদের বড় ব্যবাধানে হারিয়ে তা সামলে নেয় কিউইরা।
৬ বারের সেমিফাইনালিস্ট সাথে ২০১৫ এ ২০১৯ বিশ্বকাপে ফাইনালে খেললেও এখন পর্যন্ত কোনো শিরোপা ঘরে তুলতে পারেনি কিউইরা। এবার সেই আক্ষেপ কাটাতে চায় তারা। বিশ্বমঞ্চে এরআগে ১০ দেখায় ৫ জয় কিউইদের থাকলেও ভারতের আছে ৪ জয়। একটি ম্যাচ পরিত্যক্ত হয়।
আল/দীপ্ত সংবাদ