আবহাওয়া অনুকূলে থাকায় শীতের আগাম সবজির ভাল ফলন হয়েছে কুমিল্লা গোমতী নদীর চরে। দামে খুশি চাষিরা। স্থানীয় চাহিদা মিটিয়ে এ সবজি পাঠানো হচ্ছে দেশের বিভিন্ন স্থানে।
প্রায় দুই যুগ ধরে গোমতী নদীর চরে চলছে সবজি চাষ। উৎপাদন বেড়ে হয়েছে দ্বিগুণ। এবছরও আবাদ হয়েছে ফুলকপি, বাঁধাকপি, লালশাক, লাউ, শিম, বেগুন, পটল, মুলা, টমেটো, পালংশাকসহ নানা পদের শীতের আগাম সবজি। বাজারে দাম ভালো পাওয়ায় খুশি চাষিরা।
আধুনিক প্রযুক্তি, সময়োপযোগী কৃষিনীতি আর কৃষকদের অক্লান্ত পরিশ্রমে সবজির ফলন বেড়েছে- বলছেন কৃষি কর্মকর্তারা। স্থানীয় কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, গোমতীর চরে প্রায় ৪ হাজার হেক্টর জমিতে সবজি চাষ হয়।