সোমবার, নভেম্বর ২৫, ২০২৪
সোমবার, নভেম্বর ২৫, ২০২৪

রাজধানীর ৩০টি পয়েন্টে পণ‍্য বিক্রি শুরু করেছে টিসিবি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

রাজধানীর ৩০টি পয়েন্টে খোলা ট্রাকে ভর্তুকি মূল্যে আলু, পেঁয়াজ, ডাল ও তেল বিক্রি শুরু করেছে টিসিবি। বাণিজ্য মন্ত্রণালয়ের আশা, টিসিবির এ কার্যক্রম উচ্চমূল্যের বাজারে কিছুটা স্বস্তি ফেরাবে। চাহিদা ও যোগানের পরিপ্রেক্ষিতে এ কার্যক্রমের আওতা বাড়ানো হবে।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের চড়া দামের উত্তাপে যখন নাজেহাল ভোক্তা, তখন ফ্যামিলি কার্ডের পাশাপাশি ট্রাকসেল চালু করলো সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশটিসিবি। যেখানে ২০০ টাকায় ২ লিটার সয়াবিন তেল, ৬০ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল, ২ কেজি পেঁয়াজ ১০০ টাকায় আর ৩০ টাকা ধরে ২ কেজি আলু কিনতে পারছেন ভোক্তারা।

টিসিবি বলছে, ১ কোটির বেশি জনসংখ্যার ঢাকা শহরের দুই সিটি করপোরেশন এলাকায় প্রতিদিন সর্বোচ্চ ৯ হাজার ভোক্তা পাবেন এই কার্যক্রমের সুবিধা। মঙ্গলবার উদ্বোধনী অনুষ্ঠানে টিসিবি ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, উচ্চমূল্যের বাজারে স্বস্তি ফেরাতে ভূমিকা রাখবে সরকারের এই কার্যক্রম।

দ্রব্যমূল্যের চড়া বাজারে কমদামে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পেরে কিছুটা স্বস্তির নি:শ্বাস ফেলছেন সাধারণ মানুষ।

প্রাথমিক পর্যায়ে আগামী দুই মাস চলবে টিসিবির এই খোলা ট্রাকে পণ্য বিক্রয় কার্যক্রম। প্রতিদিন এক একটি পয়েন্টে ৩০০ জন ক্রেতা কিনতে পারবেন এই পণ্য।

 

আল/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More