সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর গ্রামে অবস্থিত যশোরেশ্বরী কালীমন্দিরে পালিত হলো শ্রী শ্রী কালীপূজা।
রবিবার (১২ নভেম্বর) সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তবৃন্দ এসে আশ্রয় গ্রহণ করেন। সন্ধ্যা হতেই মন্দিরের প্রাচীর ও আঙ্গিনায় ধুপ, মোমবাতি প্রজ্জ্বলন করেন দূরদূরান্ত থেকে আসা মায়ের ভক্তবৃন্দ ও মন্দির কর্তৃপক্ষ।
জানা যায়, এই স্থানে সতীর পাণিপদ্ম বা করকমল পড়ে। এই সতীপীঠে কায়মনোবাক্যে পুজো করলে ভক্তের মনোবাসনা পূর্ণ হয় বলে সর্বসাধারণের বিশ্বাস।
ধারণা করা হয় যে, মন্দিরটি আনারি নামের এক ব্রাহ্মণ কর্তৃক নির্মিত হয়। তিনি এই যশোরেশ্বরী শক্তিপীঠের ১০০টি দরজা নির্মাণ করেন। কিন্তু মন্দিরটি কখন নির্মিত হয় তা জানা যায়নি।
২০২১ সালে ২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার যশোরেশ্বরী কালী মন্দির পরিদর্শন করেন।
যশোরেশ্বরী মন্দিরের পূজারী দিলীপ চট্টোপাধ্যায় বলেন, গত বছর মহামারি করোনার কারণে মায়ের মন্দিরের ভক্ত কম ছিল কিন্তু এবছর কালী পূজায় কয়েক হাজার ভক্তের সমাগাম হয়েছে।
এসএ/দীপ্ত নিউজ