ভারতে শুরু হওয়া ১৩তম ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ পর্ব খেলা শেষ হয়েছে রবিবার (১২ নভেম্বর) ভারত বনাম নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচ দিয়ে। এরই মধ্যে চূড়ান্ত হয়েছে সেমিফাইনাল লাইন আপ। দেখে নেওয়া যাক গ্রুপ পর্ব শেষে শীর্ষ পাঁচ ব্যাটার ও পাঁচ বোলার।
গ্রুপ পর্ব শেষে শীর্ষ পাঁচ ব্যাটার :
বিরাট কোহলি (ভারত) ৫৯৪ রান
কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা) ৫৯১
রাচিন রবিন্দ্র (নিউজিল্যান্ড) ৫৬৫
রোহিত শর্মা (ভারত) ৫০৩
ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া) ৪৯৯
শীর্ষ উইকেট শিকারী পাঁচ বোলার :
এ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া) ২২ উইকেট
দিলশান মাদুশাঙ্কা (শ্রীলংকা) ২১
শাহিন শাহ আফ্রিদি (পাকিস্তান) ১৮
গেরাল্ড কোয়েতজি (দক্ষিণ আফ্রিকা) ১৯
মার্কো জানসেন (দক্ষিণ আফ্রিকা) ১৭
আল/ দীপ্ত সংবাদ