নূন্যতম মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনে সাভারের আশুলিয়ায় ১২ টি মামলায় প্রায় ৩ হাজার জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এ ছাড়া পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ৷
রবিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম।
তিনি বলেন, শ্রমিকদের করা গত কয়েক দিনের এই আন্দোলনে আশুলিয়া থানায় ১২ টি মামলা রুজু হয়েছে। ১ টি মামলায় ১৬ জনকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে। আর বাকি মামলাগুলো অজ্ঞাত আসামি করা হয়েছে। এই অজ্ঞাত আসামির সংখ্যা বিভিন্ন মামলায় বিভিন্ন রকম করা হয়েছে৷ সব মিলিয়ে ২৫০০ থেকে ৩ হাজার অজ্ঞাত আসামি করা হয়েছে। এখন পর্যন্ত ৫ জন আসামি গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের চিহ্নিত করে তাদের গ্রেপ্তার কার্যক্রম চলমান রয়েছে।
তিনি আরও বলেন, এই যে শ্রমিকদের আন্দোলন গুলো নিয়ে যে নাশকতা হয় এদের বেশির ভাগই নিরীহ ও শান্তি প্রিয় শ্রমিক রয়েছে। তাদের ভেতর বাইরে থেকে কিছু লোক অসৎ উদ্দেশ্য সফল করার চেষ্টায় থাকে আমরা তা প্রতিরোধে কাজ করে যাচ্ছি। আমরা তাদেরকে গোয়েন্দা তথ্যের মাধ্যমে সনাক্ত করছি ও তাদের গ্রেপ্তার কাজ করে যাচ্ছি।
এ দিকে আশুলিয়া শিল্প পুলিশ–১ এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলমের তথ্য মতে আশুলিয়ায় আজ ৬০ টির মতো কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। গতকাল শতাধিক কারখানা বন্ধ ছিলো। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বন্ধ কারখানাগুলো খোলে দিচ্ছেন কারখানা কর্তৃপক্ষ। পুলিশের পাশাপাশি ডিবি, র্যাব ও বিজিবির সদস্যরা তৎপর রয়েছে।
মোরমেদ আলম/দীপ্ত নিউজ