নিম্নতম মজুরী ১২ হাজার ৫০০ টাকা ঘোষণার পরেও পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনের জেরে সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে প্রায় ১৩০ টি পোশাক কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শনিবার (১১ নভেম্বর) সকালে আশুলিয়ার জামগড়া, কাঠগড়া, বড় রাঙামাটিয়া, নরসিংপুরসহ বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি কারখানার মূল ফটকে টানানো হয়েছে বন্ধের নোটিশ।
আশুলিয়া শিল্প পুলিশ ১ এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সুপার বলেন, যে সকল কারখানায় শ্রমিকরা কাজ করতে আগ্রহী সেসকল কারখানায় কাজ চলমান রয়েছে। কিছু কারখানা কতৃপক্ষ বন্ধ দিয়েছে। আজকে সাভার ও আশুলিয়ার পরিস্থিতি ভালো। খোলা কারখানাগুলোতে কাজের পরিবেশ ধরে রাখার জন্য আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছি।
এসএ/দীপ্ত নিউজ