শতাধিক শিল্পী নিয়ে রাজধানীর আর্মি স্টেডিয়ামে হয়ে গেলো ”কোক স্টুডিও বাংলা লাইভ‘ কনসার্ট।
শুক্রবার (১০ নভেম্বর) সন্ধ্যায় সুরের মূর্ছনায় ঢেকে গেলো রাজধানী ঢাকার আর্মি স্টেডিয়াম। শীতের আগমনী আবহে শতাধিক শিল্পীর জাদুকরী গানে বুঁধ ৩০ হাজারের বেশি সঙ্গীতপ্রেমী।
দ্বিতীয়বারের মতো ‘কোক স্টুডিও বাংলা লাইভ‘ শিরোনামে এই কনসার্ট ছিল গান ও নাচের জমজমাট মিশেল। এসময় স্টেডিয়ামে তিল ধারণের জায়গা ছিল না।
কোক স্টুডিও বাংলার জনপ্রিয় গান ‘নাসেক নাসেক‘ দিয়ে শুরু হয় মূল আয়োজন। এরপর একের পর এক গান পরিবেশন করেন বাপ্পা মজুমদার, শায়ান চৌধুরী অর্ণব, পান্থ কানাই, মমতাজ, প্রিতম, মিজান রহমানসহ কোক স্টুডিও বাংলার শিল্পীরা।
৪০টির মতো গানে সবাইকে মুগ্ধ করেন শিল্পীরা। দর্শক–শ্রোতাদের ব্যাপক সাড়ায় উচ্ছ্বসিত আয়োজকরা।
নানা বয়সীদের প্রায় মধ্যরাত পর্যন্ত আটকে রাখে ‘কোক স্টুডিও বাংলা লাইভ‘ কনসার্ট। আয়োজনটি সরাসরি দেখা যায় দীপ্ত টিভি ও দীপ্ত প্লে–তে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে যাত্রা শুরুর পর শতাধিক শিল্পী নিয়ে ২২টি গান প্রকাশ করে কোক স্টুডিও বাংলা। বাংলার সঙ্গীত ও সংস্কৃতির আড়ালে থাকা রত্মগুলোকে সবার সামনে তুলে ধরেছে এই প্ল্যাটফর্ম।
এসএ/দীপ্ত নিউজ