নাটোরে মেয়ে শিশুদের অভিজ্ঞতা অর্জন ও পেশাগত দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(১০ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
বেসরকারী উন্নয়ন সংস্থা রুম টু রিডের আয়োজনে এই কর্মশালায় সদর উপজেলার ৫টি উচ্চ বিদ্যালয়ের ১০৩ জন মেয়ে শিশু অংশগ্রহন করে।
এসময় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আবু নাছের ভুঁঞা, রুম টু রিডের জেলা অফিসের ফিল্ড ম্যানেজার জয়নাল আবেদিন,প্রোগাম অফিসার বাসন্তী লতা দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রওশন আলী, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী, নাটোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হাসান।
কর্মশালায় বক্তারা বলেন, রুম টু রিড বাংলাদেশ’ ২০১৪ সাল থেকে নাটোরে শিক্ষা সহযোগিতা ও দক্ষতা কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় দলীয় মেন্টারিং অধিবেশনের মাধ্যমে মেয়েশিশুরা তাদের পেশা নির্বাচন ও পড়ালেখা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য তাদের উদ্ধুদ্ধ সম্পর্কে করনীয় বিষয়ে আলোচনা করা হয়। সেই সাথে উচ্চতর শিক্ষার জন্য দিক নির্দেশনা প্রদান করা হয়। কর্মশালায় অতিথি ও মেয়ে শিশুরা তাদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ে মুক্ত আলোচনা করেন।
সাহেদুল আলম/মোরশেদ আলম/দীপ্ত নিউজ