২৫
গাজার উত্তরে প্রতিদিন চার ঘণ্টা করে যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ নভেম্বর) থেকে এটি কার্যকর হয়েছে।
দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে গাজায় অব্যাহত হামলার মধ্যে ইসরায়েলের এই পদক্ষেপকে স্বাগত জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি জানান, এই চার ঘণ্টা যুদ্ধ বিরতির ফলে দুটি মানবিক করিডোরের মাধ্যমে মানুষ নিরাপদ স্থানে যেতে পারবে।
ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত গাজায় ১০ হাজার ৮শ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।
এসএ/দীপ্ত নিউজ