বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচের জন্য অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। একেবারে শেষ সময় কপাল খুলেছে এনামুল হক বিজয়ের, ছুটি কাটিয়ে লিটন দাস দলে ফেরায়, অস্ট্রেলিয়ার বিপক্ষে বিজয়ের খেলা নিশ্চিত নয়।
এদিকে আগের ম্যাচে স্পিনের বিপক্ষে অজিদের দুর্বলতা চোখে পড়ায়, একজন বাড়তি স্পিনার খেলানোর পরিকল্পনা বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের।
আট ম্যাচের মাত্র দুটিতে জয়। বিশ্বকাপ থেকে বাংলাদেশ ছিটকে গেছে, বহু আগেই। এখন তাদের লক্ষ্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত করা।
সাকিবের চোটে অধিনায়কের আর্মব্যান্ডটা থাকবে নাজমুল হোসেন শান্তর বাহুতে। তবে মাঠে দলকে সঠিক নির্দেশনা দেয়ায় নিশ্চয়ই পিছিয়ে থাকবেন না, মুশফিক–মাহমুদুল্লাহরা।
বাংলাদেশের অনুশীলনে বিদায়ের সুর। দুদিন পর চলতি আসরে নিজেদের শেষ ম্যাচ বলে নয়, এই ম্যাচ দিয়েই বিশ্বকাপ যাত্রা শেষ হবে পঞ্চপান্ডব খ্যাত, বাংলাদেশের সিনিয়র ক্রিকেটারদের। সাকিব চোটে পড়ে আগেভাগে চলে যাওয়ায়, বিদায়ের রাগিনীটা হয়তো পূর্ণতা পাচ্ছে না। তবে এ ম্যাচ দিয়েই তো বিশ্বমঞ্চে নিজেদের সম্মানকে তুলে ধরার দায়িত্বটা পরের প্রজন্মের কাছে তুলে দেবেন মুশফিক–মাহমুদুল্লাহরা।
এসএ/দীপ্ত নিউজ