দেশের অনেক জেলার চেয়ে মাগুরা জেলা উন্নয়নে এখন অনেক উচু অবস্থানে রয়েছে। শুধুমাত্র সম্প্রতিকালে একনেকের বৈঠকে জেলার গ্রামীণ উন্নয়নের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। আগামী ২ বছরে পৌর সভার উন্নয়নের জন্য ৩০০ কোটি টাকার বরাদ্দ অনুমোদিত হচ্ছে বলে মন্তব্য করেছেন, মাগুরা–১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর
বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৫ টায় শহরের ইসলামপুরপাড়া এলাকায় ২০টি সড়ক ও ২৪টি শিক্ষা প্রতিষ্ঠান, তথ্য কমপ্লেক্সসহ পৌরসভার বিভিন্ন প্রকল্পের উদ্বোধনকালে এসব কথা বলেন।
তিনি বলেন, সরকারি ধারাবাহিক উন্নয়ন যেটি আছে সেটি অব্যাহত থাকবে। সব মিলিয়ে সেই দিন খুব বেশি দূরে নয় সারাদেশে মাগুরা হবে উন্নয়নের অনন্য রোল মডেল। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি জেলার একটি রাস্তাও কাঁচা থাকবে না।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল।
বক্তব্য রাখেন জেলা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী অ ন ম ওয়াহিদুজ্জামান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সরোয়ার হোসেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সরকার হারুন আর রশিদ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আহসান বারী, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আশরাফুল আলম বাবুল ফকির, পৌর প্যানেল মেয়র মকবুল হাসান মাকুল।
সাইফুজ্জামান শিখর বলেন, যথা সময়ে নির্বাচন হবে। জালাও পোড়াও রাজনীতি করে বর্তমান সরকারের গণমুখি উন্নয়নকে ব্যাহত করা যাবে না। এদেশের জনগণ শান্তি চায়। রাতে নিরাপদে ঘুমাতে চায়। নিরাপদে পথ চলতে চায় যা আওয়ামীলীগ ব্যতিত বিএনপি– জামায়াত জোটসহ অন্য কোন সরকার দিতে পারে নাই। তারা সন্ত্রাসীদের লালন পালন করেছে। দেশকে জঙ্গী ও মৌলবাদীদের ঘাটি বানিয়েছে। এসব কারনেই জনগণ আবার আওয়ামীলীগকে ক্ষমতায় আনবে। কারণ আওয়ামীলীগে লুটেরা, সন্ত্রাসী, মৌলবাদ, আগুন সন্ত্রাসীদের কোন ঠাঁই নেই। আপনারা খোঁজ নিয়ে দেখেন মাগুরায় আওয়ামীলীগের সরকারের আমলে বিএনপির নেতাকর্মীরাই বড় বড় ঠিকাদারি কাজ করে কারা টাকার পাহাড় গড়েছে। কারণ আমরা সবখানে সচ্ছতা রাখার চেস্টা করেছি। আমাদের নেতারা দেশপ্রেম নিয়ে রাজনীতির মাঠেই ছিল। এখনো আছে। কারণ তারা ত্যাগে বিশ্বাসী। তারা জানে আওয়ামীলীগ বঙ্গবন্ধু মাটি ও মানুষের দল। জননেত্রী শেখ হাসিনার দল। এখানে চাওয়া পাওয়ার কিছু নাই। বিএনপি অর্থলোভি বলেই সারা জীবন ক্ষমতা ও টাকার মোহে অন্ধ হয়ে বিচ্ছিন্ন হতে হতে একেবারে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। একারণে তাদের কথিত আন্দোলনে জনগনের কোন সাড়া নেই।
কথা প্রসঙ্গে তিনি বলেন, ইসলামী আন্দোলন মাগুরায় মিছিল করে আফগানস্থানে হামলা কেন, শেখ হাসিনা জবাব চাই এই শ্লোগান দেয়। যেটি হাস্যকর। মহানবী হযরত মুহাম্মদ (স.) বলেছেন প্রয়োজনে জ্ঞান অর্জনের জন্য চীনে যেতে। তাদের উচিত লেখাপড়া করে রাজনীতিতে আশা। রাজনীতি মুর্খদের জন্য নয়।
কাশেমুর রহমান/মোরশেদ আলম/দীপ্ত নিউজ