অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশা রাষ্ট্রপতিকে জানিয়েছে ইসি। রাষ্ট্রপতি দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার কথা বলেছেন। সঠিক সময়েই নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি রয়েছে, যা যথা সময়ে হবে বলে জানিয়েছেন সিইসি।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে কমিশনের একটি প্রতিনিধি দল। এসময় তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, ‘নির্বাচন কমিশনের একার পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয় একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের জন্য প্রয়োজন নির্বাহী বিভাগসহ জনগণের সক্রিয় সহযোগিতা। রাজনৈতিক দলগুলোকে এ লক্ষ্যে এগিয়ে আসতে হবে।‘
আল/ দীপ্ত সংবাদ