বৈশ্বিক রাজনীতির মেরুকরণের চাপ সামলেই রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে বরণের প্রস্তুতি নিচ্ছে ঢাকা। ২৩ নভেম্বর বাংলাদেশ আসছেন সের্গেই ল্যাভরভ। জ্বালানি সংকট, যুদ্ধকালীন নিষেধাজ্ঞাসহ দ্বিপাক্ষিক নানা ইস্যুতে রাশিয়ার সঙ্গে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব।
আগামী ২৪ নভেম্বর ২৩ জাতির সংগঠন ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন-এর মন্ত্রী পর্যায়ের সম্মেলন হবে ঢাকায়। এই জোটের সদস্যদের বাইরে ৯টি দেশ আছে ডায়ালগ পার্টনার হিসেবে। অংশীজন দেশ রাশিয়ার প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।
চলমান ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে বহুদিন রাশিয়ার বিপক্ষে না যাওয়া বাংলাদেশ, সর্বশেষ ১২ অক্টোবর জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে ইউক্রেনের অখণ্ডতা রক্ষার পক্ষে ভোট দেয়। পররাষ্ট্র সচিব বলছেন, বৈশ্বিক মেরুকরণের সব হিসেব মাথায় রেখেই সের্গেই লাভরভের সঙ্গে নানা বিষয়ে আলোচনার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ।
কূটনীতিবিদরা বলছেন, রোহিঙ্গা ইস্যুতে দীর্ঘদিন ধরে মিয়ানমারের পক্ষে অবস্থান নিয়ে আছে রাশিয়া।