বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বেলা আড়াইটায়।
বিশ্বকাপে এরইমধ্যে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে ভারত, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। চতুর্থ দল হিসেবে জায়গা করে নিতে এখনো সুযোগ আছে তিনটি দলের। এরমধ্যে নিউজিল্যান্ড চার জয়ের পাশাপাশি নেট রান রেটে এগিয়ে, রয়েছে সুবিধাজনক অবস্থানে। বাকি দুই দল পাকিস্তান ও আফগানিস্তান চারটি কোরে জয় নিয়ে সমান পয়েন্টে থাকলেও, পিছিয়ে আছে নেট রান রেটে।
জয় দিয়ে আসর শুরু। এরপর টানা তিন ম্যাচ জিতে, রূপকথার মতো এগুচ্ছিলো নিউজিল্যান্ড। কিন্তু ভারতের কাছে হারের পর বিপত্তি ঘটে টম লাথামদের। হেরে বসে টানা চার ম্যাচ। এবার সপ্তমবারের মতো বিশ্ব আসরের সেমিফাইনালে জায়গা করে নিতে, লঙ্কাবধের মিশন কিউইদের সামনে।
এদিকে বাংলাদেশের কাছে হেরে আসর থেকে বিদায় নিশ্চিত হওয়া শ্রীলঙ্কা, শেষটা জয়ে রাঙাতে চায়। টাইগারদের বিপক্ষে ম্যাচে ম্যাথিউসের টাইমড আউটের বির্তক থেকে এখনো মুক্তি পায়নি তারা। এসব মাথায় নিয়েই ব্ল্যাক ক্যাপসের বিপক্ষে লড়াইয়ে প্রস্তুতি নিচ্ছে লঙ্কানরা।
আল/ দীপ্ত সংবাদ