দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল সামনে রেখে বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুর ১২টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার মো. আলমগীর, আনিছুর রহমান, রাশেদা সুলতানা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান ও নির্বাচন কমিশনের মুখপাত্র ও সচিব মো. জাহাংগীর আলম।
৫ নভেম্বর এ সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ৯ নভেম্বর নির্ধারণ করে রাষ্ট্রপতির দপ্তর। এ বৈঠকেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার দিন–তারিখের সম্মতি নিয়ে আসবে ইসি। নির্বাচন কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে।
বুধবার দুপুরে ইসি সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের বলেন, ‘আমার দৃষ্টিতে, আমি মনে করি, সম্পূর্ণরূপে তফসিল ঘোষণা করার মতো অবস্থান রয়েছে। নির্বাচন কমিশন সংবিধানের আওতায় যে সময়সীমা রয়েছে, তার ভেতরে নির্বাচন করতে বদ্ধপরিকর ইসি।’
ভোটের পরিবেশ অনুকূলে রয়েছে কি না, এমন এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘এ বিষয় কমিশনই ভালো বলতে পারবেন।’ ভোটের পরিবেশ নিয়ে ইসি সচিবলায়ের ভাবনা কী, এই প্রশ্নের জবাবে জাহাংগীর আলম বলেন, ‘তফসিল ঘোষণা করার মতো অবস্থা রয়েছে।’
জানা গেছে, সংসদ নির্বাচনের প্রায় সব কার্যক্রম সম্পন্ন করেছে ইসি। ইতোমধ্যে ৩০০ আসন ভিত্তিক ভোটার তালিকাও চূড়ান্ত করা হয়েছে। এখন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের কয়েক দিনের মধ্যেই ঘোষণা করা হবে তফসিল।
আল/ দীপ্ত সংবাদ