তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ৭৫ এর পরে জিয়াউর রহমান, এরশাদ ও খালেদা জিয়া ২৯টা বছর বাংলাদেশ শাসনের নামে শোষণ করেছে। দেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের জন্য কিছুই করেনি।
মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে নাটোরের সিংড়া গোল–ই–আফরোজ সরকারী অনার্স কলেজ মাঠে আয়োজিত সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় সুবিধাভোগীদের সাথে মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
এর আগে প্রতিমন্ত্রী শেরকোল থেকে চৌ–গ্রাম পর্যন্ত ১২৫ কোটি টাকা ব্যয়ে ৭ কিলোমিটার ও চৌ–গ্রাম থেকে নাটোরের শেষ সীমানা পর্যন্ত ১১৪ কোটি টাকা ব্যয়ে ৯ কিলোমিটার নাটোর–বগুড়া মহাসড়কে ৪ লেন কাজের ভিত্তি প্রস্তরের ভার্চুয়ালি উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা আ.লীগের সভাপতি শেখ ওহিদুর রহমান, সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস, পৌর আ.লীগ সভাপতি ডালিম আহমেদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসএ/দীপ্ত নিউজ