ঝালকাঠিতে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৮ তলা বিশিষ্ট দৃষ্টিনন্দন নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে নতুন ভবনের উদ্বোধন করেন।
এ সময় আমির হোসেন দোয়া মোনাজাতে অংশ নেন ও নতুন ভবনটি ঘুরে দেখেন।
৫৫ কোটি ২৬ লাখ টাকা ব্যায়ে গণপূর্ত বিভাগ ভবনটির নির্মাণ কাজ বাস্তবায়ন করে। ১.৭৫ একর জমির ওপর ৮ তলা এ ভবনটি নির্মাণের কাজ শুরু হয় ২০১৮ সালে ১৫ সেপ্টেম্বর। এই ভবনে আদালতের কার্যক্রম শুরু হলে কক্ষ সংকটের সমাধানের পাশাপাশি বিচারকার্যে গতি বাড়বে বলে মনে করেন আইনজীবী ও বিচারপ্রার্থীরা।
বিচারক, আইনজীবী ও বিচারপ্রার্থীদের সুবিধার জন্য এখানে রয়েছে ২২টি এজলাশ, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য ৫০০ কেবি সাবস্টেশন, অত্যাধুনিক ৩টি লিফট, অত্যাধুনিক লাইব্রেরী, কনফারেন্স রুম, ব্রেস্ট ফিডিং কর্ণার, নামাজের কক্ষ এবং বিচারকদের খাস কামরা।
এছাড়াও এখানে রয়েছে নারী ও পুরুষদের জন্য পৃথক হাজতখানাসহ প্রয়োজনীয় অফিসকক্ষ, অপেক্ষমান কক্ষ এবং শৌচাগারের ব্যবস্থা রাখা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ও দায়রা জজ মোহাম্মদ ওয়ালিউল ইসলাম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পারভেজ শাহারিয়ার, জেলা আ.লীগের সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ, জেলা আইনজীবি সমিতির সভাপতি আব্দুল মন্নান ও সাধারণ সম্পাদক বনি আমিন বাকলাই উপস্থিত ছিলেন।
এসএ/দীপ্ত নিউজ