খোলামেলা পোশাকের কারণে বহুবার বিতর্কের মুখে পড়েছেন অভিনেত্রী উরফি জাভেদ। এবার এই পোশাকের কারণেই মুম্বাই পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন তিনি।
শুক্রবার (৩ নভেম্বর) সকালে প্রকাশ্যে আসা একটি ভিডিও দেখা যায়, একটি ক্যাফের বাইরে উরফিকে টেনে নিয়ে যায় দু’জন নারী পুলিশ।
এতে, উরফি থানায় নেয়ার কারণ জিজ্ঞেস করলে এক পুলিশ সদস্য বলেন, ‘এত ছোট পোশাক পরে রাস্তায় কে ঘোরে?’ তাদের বাদানুবাদ চলার পর উরফিকে পুলিশের গাড়িতে তোলেন ওই দুই পুলিশ সদস্য। এর পরেই উরফিকে গ্রেফতারের জল্পনা উঠেছে।
তবে তাকে সত্যিই গ্রেপ্তার করা হয়েছে কিনা, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি বলে জানিয়েছে ভারতীয় এক সংবাদমাধ্যম।
জানা গেছে, ‘ভাইরাল ভায়ানি’ নামের একটি পরিচিত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এই ভিডিওটি পোস্ট করা হয়েছে। ভিডিওটি প্রকাশ্যে আসতেই সেটা নিয়ে রীতিমতো হইচই পড়ে গেছে নেটদুনিয়া। উরফির গ্রেপ্তার নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তার ভক্তদের একাংশ।
মোরশেদ আলম/দীপ্ত নিউজ