বিশ্বকাপের মহাযজ্ঞ মাঠে গড়াতে বাকি আর মাত্র কয়েকদিন। কাতারের মাটিতে ২০ নভেম্বর থেকেই শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবলের আসর। কাতারের মাটির এই বিশ্বকাপের উন্মাদনা এরই মধ্যে ছুঁয়ে গেছে বাংলাদেশের মানুষের মন এদেশের ফুটবল ভক্তরাও মেতে উঠেছেন সেই ফুটবল উন্মাদনায়।
বাংলাদেশের ফুটবল প্রেমীদের অধিকাংশের প্রিয় দল ব্রাজিল আর আর্জেন্টিনার পতাকা উড়ানোর হিড়িক পড়েছে দেশজুড়ে। তার ছোঁয়া লেগেছে ব্রাহ্মণবাড়িয়া শহরেও। ফুটবল নিয়ে এমন একটি আবেগ আর উন্মাদনার ঘটনা ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে।
স্ত্রীর ব্যাংকে জমানো টাকা এবং শখের আম বাগান বিক্রি করে প্রায় চার কিলোমিটার দৈর্ঘ্য দক্ষিণ কোরিয়ার পতাকা তৈরি করেছেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দক্ষিণ কোরিয়া ফেরত যুবক মিন্টু মিয়া। নিজের বাড়ি থেকে শ্বশুর বাড়ি পর্যন্ত দীর্ঘ এলাকা জুড়ে পতাকা তৈরি করায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
খাল্লা গ্রামের পশ্চিম পাড়ার হাজী আবুল হাশেমের ছেলে আবু কাউছার মিন্টু ১৯৯৮ সালে জীবন জীবিকার তাগিদে দক্ষিণ কোরিয়া যান। ২০০২ সালে ফুটবল বিশ্বকাপের আসর দক্ষিণ কোরিয়ায় হয়। সে সময় মাঠে বসে মিন্টু দক্ষিণ কোরিয়ার খেলা উপভোগ করেন। সে সময় থেকেই সে দক্ষিণ কোরিয়া ফুটবল দলকে সাপোর্ট করতে থাকেন। সেই থেকেই সে দক্ষিণ কোরিয়া ফুটবল টীমের ভক্ত হয়ে যায়।