বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

অর্ধশতকের পথে থাকা বাবরকে রানআউট করেনি উইলিয়ামসন!

দীপ্ত নিউজ ডেস্ক
3 minutes read

 

বলা হয়, ক্রিকেট জেন্টলম্যান গেইম। তাতে মাঠের পারফম্যান্সকে ছাপিয়ে খেলাটিতে যোগ হয়েছে বাড়তি সৌন্দর্য্য। তাতে অবশ্য কপাল পোড়ার মতো ঘটনাও ঘটেছে। বাদ যায়নি বাংলাদেশও।

বিশ্বকাপে গুরুত্বপূর্ন ম্যাচে শনিবার নিউজিল্যান্ডের দেওয়া ৪০২ রানের পাহাড়সম লক্ষ্য টপকাতে ব্যস্ত পাকিস্তানের দুই ব্যাটার ফখর জামান ও বাবর আজম। আকাশের অবস্থাও বেশ খারাপ। সেখানে ঘটলো মজার ঘটনা। ক্যারিয়ারের ৩২তম অর্ধশতকের পথে থাকা বাবরকে রানআউট করার সুযোগ পেয়েও তা করেনি নিউজিল্যান্ডের ফিল্ডার কেন উইলিয়ামসন।

তখন হয়তো কেনের চিন্তায় ছিলো, বিশ্বআসরে চারশো টপকানো মতো ধৈর্য্য তাদের নেই। কিন্তু প্রকৃতির অসম্ভব ইচ্ছাতেই, শেষ পর্যন্ত বৃষ্টি আইনে ২১ রানের জয় পায় পাকিস্তান।

যদি বাবরের অর্ধশতক না হতো কিংবা বৃষ্টির কারণে দুই দফা খেলা বন্ধ না হতো, তাহলে ম্যাচের ভাগ্য কি হতো তা নিয়ে চায়ের কাপে নিশ্চয় যুক্তিতর্কে লিপ্ত হয়ে পরেছিলেন ক্রিকেট ভক্তরা।

সেটা যাই হোক, ক্রিকেট মাঠে এরকম মহানুভবতার এমন অনেক ঘটনা ঘটেছে বেশ কয়েকবার।

অনুর্ধ্ব১৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার ম্যাকেঞ্জিকে কোল তুলে মাঠের বাইরে নিয়ে যাওয়ার বিরল দৃশ্যের জন্ম দেয় কিউই যুবারা।

এমন দৃশ্য জন্ম দিয়েছিলো বাংলাদেশ। বিশ্বকাপ খেলতে যাওয়া ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচে, ইস সৌদিকে মানকাডিং আউট করেন টাইগার পেসার নাসুম আহমেদ। পরে অধিনায়ক লিটন দাস তাকে ডেকে আনেন উইকেটে।

মাঠে স্পোর্টসম্যানশিপের এই ঘটনায় বাহবা পেয়েছে বাংলাদেশ। কিন্তু ম্যাচ জিতে সমর্থকদের মন জয় করতে পারেনি দল। বিশ্বআসরে যাওয়ার আগে কিউইদের কাছে লজ্জার হোম সিরিজ শেষ করে দল।

 

আল / দীপ্ত সংবাদ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More