নাটোরের নলডাঙ্গা বাজারের ‘স্বচ্ছ জেনারেল স্টোর‘ থেকে চুরি হওয়া ৯৩০ কেজি ভোজ্য তেলসহ গোলাম হোসেন (৪১) নামে এক ব্যাক্তি ও চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ আটক করেছে পুলিশ।
শুক্রবার (৩ নভেম্বর) দুপুরে নলডাঙ্গা থানা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক গোলাম হোসেন নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার উত্তর আইলপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
স্বচ্ছ জেনারেল স্টোরের মালিক আব্দুস সালাম জানান, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার বেচা–কেনা শেষে সন্ধ্যার দিকে দোকানে তালা দিয়ে বারান্দায় ৫টি তেলের ড্রাম রেখে বাড়ীতে চলে যান। পরে রাত অনুমান ১টার সময় বাজারের নাইট গার্ড শামসুল ইসলামের মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারি তেলের ড্রাম চোরেরা চুরি করে পিকআপ করে বাসুদেবপুরের দিকে নিয়ে যাচ্ছে। বিষয় পুলিশকে জানালে তাৎক্ষনিক তারা অভিযান শুরু করে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম জানান, শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে নাটোর সদর উপজেলার দিঘাপতিয়ায় চক ফুলবাড়ী সাজির মোড় এলাকায় তেলসহ পিকআপটি আটক করা হয়। এসময় পিকআপে থাকা অন্যরা পালিয়ে গেলেও চালক গোলাম হোসেনকে আটক করে পুলিশ।
তিনি আরও জানান, হোসেনকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। এ বাপারে নলডাঙ্গা থানায় একটি মামলা দায়ের হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। এছাড়া এঘটনার সাথে স্থানীয় কোন ব্যক্তি জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
এসএ/দীপ্ত নিউজ