টানা জয়ের মধ্যে থাকায় ফাইনালে ইংল্যান্ডকে হারানোর বিষয়ে আত্মবিশ্বাসী পাকিস্তান। আর তাদের পেসারদের নিয়ে বেশি সতর্ক ইংল্যান্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্যে আজ মাঠে নামবে এই দুইদল। মেলবোর্নে খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দুটায়।
ভারত আর জিম্বাবুয়ের কাছে জিততে জিততে হেরে গেলেও পরের তিনম্যাচে নিজেদের জাত চিনিয়েছে পাকিস্তান। দুশ্চিন্তা থেকে যাওয়া ওপেনিংও সফল হয়েছে সেমিফাইনালে। এছাড়া ফাইনালে পৌঁছার অবস্থা ও প্রতিপক্ষ ১৯৯২ বিশ্বকাপের সাথে মিলে যাওয়ায়, অনুপ্রেরণা পাচ্ছেন পাকিস্তান অধিনায়ক।
পাকিস্তান অধিনায়ক বাবর আজম বলেন, “আমাদের শুরুটা ভালো ছিল না। এরপর দল ঘুরে দাঁড়িয়েছে এবং বাঘের মতো খেলেছে সবাই। যে মোমেন্টাম আমাদের আছে, তা ফাইনালেও কাজে লাগাবো।”
অন্যদিকে ইংল্যান্ডের সামনেও আছে দ্বিতীয়বার বিশ্বকাপ শিরোপা জয়ের হাতছানি। লক্ষ্য পূরণে দলের ওপর আস্থা রাখছেন জশ বাটলার।
ইংলিশ অধিনায়ক জানান ” এই ছেলেদের ওপর আমার বিশ্বাস প্রবল। কোচসহ স্টাফদের ওপরও ভরসা অনেক। তারপরও কাজের কাজটা আমার মতো করেই করতে চাই।”
ফাইনালে বিঘ্ন ঘটাতে পারে বৃষ্টি। তবে নতুন চ্যাম্পিয়ন নির্ধারণে সোমবার রিজার্ভ ডে রেখেছে আইসিসি।