জো বাইডেনের উপদেষ্টা হিসেবে বিএনপি অফিসে যাওয়া প্রবাসী বাংলাদেশি মিয়া আরেফি, যুক্তরাষ্ট্র সরকারের প্রতিনিধিত্ব করেন না বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
বুধবারের ( ১ অক্টোবর) নিয়মিত ব্রিফিংয়ে এক সাংবাদিক ম্যাথিউ মিলারের কাছে বাইডেনের কথিত উপদেষ্টা এবং বাংলাদেশে বিরোধীদের আন্দোলনে সহিংসতার বিষয়ে জানতে চাইলে জবাবে তিনি জানান, মিয়া আরেফি যুক্তরাষ্ট্র সরকারের প্রতিনিধিত্ব করেন না। তার কর্মকাণ্ড নিয়ে আলাদা কোনো বক্তব্য নেই। বাংলাদেশের জনগণের মতই যুক্তরাষ্ট্র চায় দেশটিতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হোক।
এদিকে জাতিসংঘ জানিয়েছে, বাংলাদেশে জাতীয় নির্বাচন সামনে রেখে কোনো হয়রানি, নির্বিচারে গ্রেপ্তার বা সহিংসতা দেখতে চায় না সংস্থাটি।
বুধবার নিয়মিত ব্রিফিংয়ে একথা জানান, জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক।
এসএ/দীপ্ত নিউজ