টানা চার মাস ধরে ঊর্ধমুখী প্রবণতায় রয়েছে তরল পেট্রোলিয়াম গ্যাস–এলপিজির দাম; নভেম্বরে প্রতি কেজিতে এক টাকা ৪৮ পয়সা বাড়িয়ে নতুন দর ঠিক করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি।
বৃহস্পতিবার (০২ নভেম্বর) কমিশনের সভাকক্ষে চেয়ারম্যান মো. নূরুলআমিন নতুন এই দর ঘোষণা দিয়ে জানান, নভেম্বর মাসে প্রতি কেজি এলপিজির দাম ঠিক করা হয়েছে ১১৫ টাকা ০৯ পয়সা, যা অক্টোবরে ছিল ১১৩ টাকা ৬১ পয়সা।
সেই হিসাবে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি সিলিন্ডারের দাম গত মাসের ১৩৬৩ টাকা থেকে ১৮ টাকা বেড়ে ১৩৮১ টাকা হয়েছে। ১২ কেজি সিলিন্ডারের দাম জুলাই মাসে ছিল ৯৯৯ টাকা। অগাস্টে তা বেড়ে এক হাজার ১৪০ টাকা, সেপ্টেম্বরে আরো বেড়ে এক হাজার ২৮৪ টাকা হয়। অক্টোবরে আরও ৭৯ টাকা বেড়ে দাম দাঁড়িয়েছিল ১ হাজার ৩৬৩ টাকা।
সৌদি আরামকো নভেম্বরের জন্য এলপিজির কাঁচামাল প্রোপেন ও বিউটেনের প্রতি টনের গড় মূল্য ঘোষণা করেছে ৬১৬ দশমিক ৫০ ডলার যা আগের মাসে ছিল ৬০৯ দশমিক ৭৫ ডলার। সেই দর বিবেচনায় নিয়ে নতুন দর ঠিক করেছে বিইআরসি, যা বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হবে।
নভেম্বরের জন্য রেটিকুলেটেড এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে প্রতিকেজি ১১১ টাকা ২৬ পয়সা, যা আগের মাসে ১০৯ টাকা ৮৯ পয়সা ছিল। এই মাসে প্রতিলিটার অটোগ্যাসের দাম ঠিক করা হয়েছে ৬৩ টাকা ৩৬ পয়সা যা আগের মাসে ছিল ৬২ টাকা ৫৪ পয়সা।
মোরশেদ আলম/দীপ্ত নিউজ