গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে সহিংসতায় আহত সাংবাদিকদের প্রয়োজনীয় চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (২ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টস–বিএফইউজের প্রতিনিধি সম্মেলনে তিনি একথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, হামলায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।
সাংবাদিক কল্যাণ তহবিলে ১০ কোটি টাকা অনুদানের ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দশম ওয়েজবোর্ড নিয়ে কাজ করছে সরকার। এতে ইলেকট্রনিক মিডিয়ার কর্মীদের অন্তর্ভূক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে।
আওয়ামী লীগ সরকার একটানা ক্ষমতায় থাকায় দেশের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। তাই তিনি আবারো নৌকায় ভোট দেয়ার জন্য সাংবাদিকসহ সকলের প্রতি আহ্বান জানান।
এসএ/দীপ্ত নিউজ