বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে জয়ের পর টানা চারটিতে হেরেছিল পাকিস্তান। তাতেই বাবর আজম–মোহাম্মদ রিজওয়ানদের সুপার ফোরে খেলা নিয়ে তৈরী হয়েছিল শঙ্কা। বাংলাদেশকে ৭ উইকেটের ব্যবধানে হারিয়েছে পাকিস্তান।
কলকাতার ইডেন গার্ডেন্সে মঙ্গলবার (৩১ অক্টোবর) আরও একবার ব্যার্থ টাইগাররা।
বাংলাদেশের বিপক্ষে স্বস্তির জয়ে টুর্নামেন্টের শেষ চারে খেলার সম্ভাবনা ভালোভাবেই বাঁচিয়ে রাখল পাকিস্তান। সাকিব আল হাসানের দলকে ৭ উইকেটের ব্যবধানে হারিয়ে পয়েন্ট তালিকার পাঁচে উঠে আসল শাহিন শাহ আফ্রিদিরা। তালিকার নয় নম্বরে বাংলাদেশ।
বাংলাদেশের দেয়া ২০৫ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে ফখর জামান ও আব্দুল্লাহ শফিকের ফিফটিতে জয়ের ভিত পায় পাকিস্তান। দুজনে মিলে ১২৭ বলে গড়েন ১২৮ রানের জুটি। শফিক খেলেছেন ৬৯ বলে ৯ বাউন্ডারি ও ২ ছক্কায় ৬৮ রানের ইনিংস। ফখরের ব্যাট থেকে আসে ৭৪ বলে ৩ বাউন্ডারি ও ৭ ছক্কায় ৮১ রান। বাংলাদেশের হয়ে তিনটি উইকেট শিকার করে হারের ব্যবধান কমিয়েছেন মেহেদি হাসান মিরাজ।
আরও একটি ম্যাচ, আরও একটি টাইগার ব্যাটারদের হতাশার গল্প। বিশ্বকাপে টানা ৫ ম্যাচে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন কিনা সেই শঙ্কার মধ্যে থাকা সাকিব আল হাসানরা পাকিস্তানের বিপক্ষেও ভালো করতে পারেননি। টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে ২০৪ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৫৬ রানের ইনিংস খেলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
আল/দীপ্ত নিউজ