শুক্রবার, নভেম্বর ১৫, ২০২৪
শুক্রবার, নভেম্বর ১৫, ২০২৪

ফেনীতে পুলিশের সাথে বিএনপির পিকেটিং, ককটেল বিস্ফোরণ

সরকারের পদত্যাগের দাবিতে বিএনপিজামায়াত ও বিরোধী দলগুলোর ডাকে ৭২ ঘণ্টার অবরোধে ফেনীতে পুলিশের ধাওয়ায় ককটেল বিস্ফোরণ ও পিকেটিং করে পিএনপি।

মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুর ১টার দিকে শহরের বড় বাজারে বিক্ষোভ মিছিল করে বিএনপির নেতাকর্মীরা।

ফেনী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও আনোয়ার পাটোয়ারীর নেতৃত্বে শতাধিক নেতাকর্মীর এ মিছিল কিছুদূর যাওযার পরই আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ছত্রভঙ্গ হয়ে যায়। পুলিশ এ সময় তাদের ধাওয়া করলে নেতাকর্মীরা বড় বাজারে ককটেল বিস্ফোরণ ঘটায়।

এতে বাজারের ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর কিছুক্ষণ পর সময় ঢাকাচট্টগ্রাম মহাসড়কের রামপুর এলাকাও গাড়ির টায়ারে অগ্নি সংযোগ করে পিকেটিং করেছে অবরোধকারীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, হেলমেট ও মুখোশ পরা কয়েকজন হঠাৎ বিএনপি কার্যালয় সংলগ্নে ইসলামপুর রোডে এসে কয়েকটি ককটেল ছোড়েন। এসময় তারা ব্যবসায়ীদের তাড়াতাড়ি দোকান বন্ধ করতে বলে তারা চলে যায়।

একই সময় শহরের ইসলামপুর রোড ও তাকিয়া রোডে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি। সকালে সাড়ে ৭টার দিকে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কে অবরোধের সমর্থনে ঝটিকা মিছিল করেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরাও।

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজুর রহমান বলেন, খবর শুনে পুলিশ ঘটনাস্থলে আসার পর কাউকে দেখতে পায়নি। যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা সতর্ক অবস্থানে রয়েছি।

সকাল থেকেই ফেনীতে অনেকটা ঢিলেঢালা ভাবে চলছে এই অবরোধ। জেলার অভ্যন্তরীণ সড়কগুলোতে যান চলাচল ছিলো অনেকটাই স্বাভাবিক। মহাসড়কে দূরপাল্লার যাত্রীবাহী পরিবহন চলাচল তেমনটা চোখে না পড়লেও মালবাহী পরিবহন চলতে দেখা গেছে।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More