গত ৯ নভেম্বর যাত্রা শুরু করলো “জি-ড্রপ” নামের নতুন একটি ই-কমার্স প্লাটফর্ম । জায়ন্যাক্স গ্রুপের অধীনে এ প্লাটফর্ম উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজধানীর বনানীতে হোটেল প্লাটিনাম গ্র্যান্ড হোটেল-এ।
জি-ড্রপ এর ম্যানেজিং ডিরেক্টর জনাব জাইম আহমেদ বলেন, “জি-ড্রপ” বেষ্ট কোয়ালিটির পণ্য সবচেয়ে সহজলভ্য মূল্যে দ্রুততম সময়ে কাস্টমারদের পৌঁছে দিতে অংগীকারবদ্ধ। এছাড়াও রয়েছে সহজভাবে পণ্য ফেরত দেয়া বা মূল্য ফেরত দেয়ার সুবিধা। তাই, ক্রেতাগণ সহজেই ওয়েবসাইট কিংবা অ্যাপ থেকে পণ্য অর্ডার দিতে পারবে আর কোন ঝামেলা ছাড়াই সরবরাহ পাবে। যেহেতু পণ্যের গুণগত মানই হল ক্রেতার বিশ্বাস ও আস্থা অর্জনের একমাত্র মাধ্যম, তাই জি-ড্রপ ক্রেতার ক্রয়ক্ষমতার কথা চিন্তা করার পাশাপাশি পণ্যের গুণগত মানকেই সবচেয়ে বেশী প্রাধান্য দিচ্ছে।” তিনি আরো বলেন, অন্যান্য ই-কমার্স প্লাটফর্ম এর মত একই পণ্য বিভিন্ন দামে দেখে ক্রেতাগণ দ্বিধায় পড়বে না। আমরা ক্যাশ অন ডেলিভারী, অনলাইন পেমেন্ট, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পণ্য ক্রয়ের সুবিধা যুক্ত করেছি যেন ক্রেতাগণ খুব সহজেই যে কোন পণ্য কিনতে পারেন। ক্রেতাগণ পণ্য হাতে পাওয়ার পর যদি পছন্দ না হয় তাহলে খুব সহজেই তা ফেরত দেয়া বা পরিবর্তন করতে পারবেন। কেননা, জি-ড্রপ সবসময় ক্রেতার সন্তুষ্টি কথা চিন্তা করে।
যেহেতু আমাদের দেশের বেশীর ভাগই তরুণ, তাই তাদের জন্য জি-ড্রপ এর রয়েছে ফ্যাশনেবল পোশাক এর সমারোহ। তাদের পোশাকগুলো ফ্যাশন শো এর মাধ্যমে অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের সামনে তুলে ধরা হয়। পোশাক পার্টনার হিসেবে ছিল ডিজাইনার মানস দেব আর সিনেমাটোগ্রাফির পার্টনার ছিল ফিল্ম এক্সপ্রেস। এইদিন শো-স্টপার হিসেবে উপস্থিত ছিলেন দেশের খ্যাতিমান অভিনেত্রী ও মডেল আনিকা কবির শখ।
এইদিন অন্যান্যদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন জি-ড্রপ এর চেয়ারম্যান জনাবা তাহমিনা রহমান, ম্যানেজিং ডিরেক্টর জনাব জাইম আহমেদ, চীফ অপারেটিং অফিসার জনাব পারভেজ আহমেদ সহ আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ।
– বিজ্ঞপ্তি