শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪

মেসি না হলান্ড, কার ঘরে যাচ্ছে ব্যালন ডি’অর

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ইউরোপে ফুটবলের সবচেয়ে সম্মানজনক পুরস্কার ব্যালন ডিঅর জয়ীর নাম ঘোষণা হবে আজ।

সোমবার (৩০ অক্টোবর) ঘোষণা করা হবে। বাংলাদেশ সময় রাত দুইটায় এই পুরস্কার জয়ীর নাম ঘোষণা করা হবে।

প্রথাগত নিয়ম ভেঙে এবার ব্যালন ডি’অর পুরস্কার ঘোষণা করা হবে মৌসুমের পারফর্মেন্স ভিত্তিতে। ব্যালনের প্রায় সাত দশকের ইতিহাসে শুধু দ্বিতীয়বারের মতো মৌসুম বিবেচনায় আনা হচ্ছে। আগে বাৎসরিক পারফরমেন্সের ওপর ভিত্তি করে ব্যালন ডি’অর পুরস্কার ঘোষণা করা হতো। খবর ইয়ন নিউজের।

বেশকিছু আন্তর্জাতিক গণমাধ্যম ও ফুটবল বিশ্লেষকদের মতে এবারও ব্যালন ডিঅর উঠতে যাচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির হাতে। যা হবে তার ক্যারিয়ারী অষ্টম ব্যালন ডিঅর। মেসির বড় প্রতিদ্বন্দ্বী অবশ্য ম্যানচেস্টার সিটির আর্লিং হলান্ড। তিনি গত মৌসুমে ক্লাবের হয়ে ট্রেবল জিতেছেন। মৌসুম জুড়ে গোল করেন ৫২টি।

এবারের ব্যালন ডি’অরের জন্য বিবেচনায় নেওয়া হয়েছে ২০২২ সালের ১ আগস্ট থেকে ২০২৩ সালের ৩১ জুলাই সময়কে। এ সময়ে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জয়সহ পিএসজির হয়ে ফরাসি লিগও জিতেছেন মেসি। এমনকি নতুন ক্লাব ইন্টার মায়ামির হয়েও দারুণ শুরু করেছিলেন। সবঠিক থাকলে, প্রথমবারের মতো মেজর লিগ সকার থেকে ব্যালন ডি’অর পেতে যাচ্ছেন লিওনেল মেসি।

মেসির ব্যালন ডি’অরের বড় প্রতিদ্বন্দ্বী অবশ্য ম্যানচেস্টার সিটির আর্লিং হলান্ড। গত মৌসুমে ট্রেবল জিতেছেন তিনি। সেই সঙ্গে মৌসুম জুড়ে গোল করেছেন ৫২টি। জিতেছেন উয়েফার বর্ষসেরা ফুটবলারের খেতাবটাও। যে কারণে হালান্ডকে খুব একটা পিছিয়ে রাখা হচ্ছে না।

শেষ পর্যন্ত কে যে ব্যালন পাচ্ছেন, তা নিয়ে অপেক্ষা থেকেই যায়। একই দিন নারী বর্ষসেরা ফুটবলার, নারী ও পুরুষ বিভাগে সেরা কোচ, তরুণ খেলোয়াড়দের কেপা ট্রফি ও গোলরক্ষকদের জন্য থাকবে লেভ ইয়াসিন ট্রফি। এছাড়া, সেরা স্ট্রাইকার ও মাঠের বাইরের অবদানের জন্য থাকবে সক্রেটিস ট্রফি।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More