২৮ অক্টোবর নিয়ে আতঙ্কের মেঘ কেটে যাবে, এ ধরনের আতঙ্ক আগেও ছিল বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাজধানীর সেতু ভবনে ব্রিফিংয়ে তিনি আরও বলেন, আওয়ামী লীগের শান্তি সমাবেশে বিএনপির হামলা হলে নেতাকর্মীরা চুপ থাকবে না।
বৃহস্পতিবার রাজধানীর মহাখালীর সেতু ভবনে, বঙ্গবন্ধু টানেল উদ্বোধন উপলক্ষ্যে গণমাধ্যমের সাথে কথা বলেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগ একদিকে রাজপথে থেকে জানমালের নিরাপত্তা নিশ্চিত করছে, অন্যদিকে দেশজুড়ে উন্নয়ন অব্যাহত রেখেছে।
২৮ অক্টোবর রাজপথে থাকবে বিএনপি ও আওয়ামী লীগ। দিনটি ঘিরে সহিংসতার আশঙ্কা আছে কি–না এমন প্রশ্নের জবাবে তিনি জানান, আওয়ামী লীগ শান্তিপূর্ণ অবস্থানে থাকবে।
বিএনপি প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি করে বলেও অভিযোগ করেন তিনি।
নির্বাচন নিয়ে বিদেশীদের চাপ নেই বলেও আবারও জানান, ওবায়দুল কাদের। ২৯ অক্টোবর যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস তার সাথে সাক্ষাতের সময় চেয়েছেন বলেও জানান তিনি।
এসএ/দীপ্ত নিউজ