প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন- দেশের অর্থনীতি এখনও যথেষ্ঠ শক্তিশালী অবস্থায় রয়েছে। তাই, বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে উদ্বিঘ্ন হওয়ার কিছু নেই। যুবলীগের মহাসমাবেশে তিনি আরও বলেন- রিজার্ভের অর্থ মানুষের কল্যাণেই খরচ হচ্ছে। সরকারপ্রধান আশ্বস্ত করেন, দেশ শ্রীলঙ্কার মতো হয়নি, হবেও না।
যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে, শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা হয় মহাসমাবেশ। এতে সারা দেশ থেকে সংগঠনটির নেতাকর্মীরা অংশ নেন। দুপুরের পরই লোকে লোকারণ্য হয়ে ওঠে ঐতিহাসিক এই উদ্যান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মূল আয়োজনের আগে দেশাত্ববোধক গানে মঞ্চ মাতান শিল্পীরা। সুরে সুরে স্মরণ করা হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বক্তৃতা পর্বে আওয়ামী লীগের নেতারা অভিযোগ করেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে বিএনপি মিথ্যাচার করছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তরুণ ও যুব সমাজই আগামীর বাংলাদেশ। তাঁর বক্তব্যে ওঠে আসে- চলমান বিশ্ব পরিস্থিতি, অর্থনৈতিক সংকট ও বাংলাদেশের বাস্তবতা বৈশ্বিক অবস্থার কারণে সৃষ্ট যেকোনো পরিস্থিতি সামাল দেওয়ার প্রস্তুতি সরকারের রয়েছে বলে জানান তিনি।
দুর্নীতিগ্রস্তদের মুখে দুর্নীতির কথা মানায় না বলে মন্তব্য করেন শেখ হাসিনা। দেশের যেকোনো সংকট মোকাবিলায় যুবলীগের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।