ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস বিনা কারণে ইসরায়েলে হামলা করেনি বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আ্যান্তেনিও গুতেরেস।
মঙ্গলবার (২৪ অক্টোবর) জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এ মন্তব্য করেন তিনি।
জাতিসংঘ মহাসচিব বলেন, গত ৫৬ বছর ধরে ইসরায়েলের দখলদারিত্বের কারণেই হামাস এ হামলা চালিয়েছে।
এদিকে, গুতেরেস নিরাপত্তা পরিষদে এমন মন্তব্যের পরই জাতিসংঘ মহাসচিবের তাৎক্ষণিক পদত্যাগ দাবি করেছে ইসরায়েল।
গুতেরেসের পদত্যাগের দাবি জানিয়ে জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের দূত গিলাড ইরদান এক্সে এক পোস্টে জানান, ইসরায়েলের জনগণ ও ইহুদিদের বিরুদ্ধে চালানো সবচেয়ে জঘন্য অপরাধের প্রতি যারা সহানুভূতি দেখায়, তাদের সঙ্গে কথা বলার কোনো কারণ ও যৌক্তিকতা নেই।
অবরুদ্ধ গাজার হাসপাতালগেুলোতে চিকিৎসাব্যবস্থা ভেঙে পড়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে হামাস।
সিরিয়ার সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী।
স্থানীয় সময় বুধবার (২৫ অক্টোবর) ভোরে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ইসরায়েলের যুদ্ধবিমানগুলি সিরিয়ার সেনাবাহিনীর সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইসরাযেলের হামলায় গাজায় ৫ হাজার ৮ শ জন নিহত হয়েছে। অন্যদিকে, ইসরায়েলে হামাসের হামলায় ১ হাজার ৪ শ জনেরও বেশি নিহত হয়েছে।
এসএ/দীপ্ত নিউজ