শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪

পূজার আনন্দ করতে গিয়ে আগুনে পুড়ে নিঃস্ব ৯ টি হিন্দু পরিবার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

ঠাকুরগাঁওয়ে দূর্গা পুজার মন্ডপে নবমী পালনে ব্যস্ত ছিলো হিন্দু ধর্মাবলম্বীরা। সেই সময়ে বাড়িতে আগুন লেগে নিঃস্ব হয়ে গেছে ৯ টি হিন্দু পরিবার। প্রায় অর্ধ কোটিটাকার সম্পদ ক্ষতি হয়েছে বলে ধারনা করছে সংশ্লিষ্টরা।

সোববার( ২৪ অক্টোবর) সদর উপজেলার ধর্মপুর গ্রামে কুড়ালি পাড়ায় অগ্নিকান্ডটি সংঘটিত হয়ে। ক্ষতিগ্রস্ত ৯ টির মধ্যে ৭ টি দিনমজুর ও ২ টি কাঠমিস্ত্রির পরিবার ছিলো।

পুলিশের তথ্যমতে, অগ্নিকান্ডে ২৫টি বাশের/টিনের বেড়ার ঘরে সহ ০৪ লক্ষ ০৪ হাজার নগদ টাকা,০৯টি ছাগল, ৩টি সাইকেল,৫টি টেলিভিশন,বাড়ির বিভিন্ন আসবাবপত্র সহ সবকিছু পুড়ে ছাই হয়েগেছে।

প্রতিবেশী কানুরাম বর্মণ জানান, দূর্গা পূজার নবমী পালনে মন্ডপে অবস্থান করছিল হিন্দু পরিবারগুলো। কিছু বাসায় রাতের খাবার রান্না করছিলেন বাড়ির মহিলা সদস্যরা। রাত ৯টার পরে ধর্মপুর গ্রামের হরে কৃষ্ণের বাড়ির চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সেই আগুন দ্রুতই ছড়িয়ে পরে আশপাশের বাড়ি গুলোতে। ক্ষতিগ্রস্ত পরিবার ও তাদের প্রতিবেশীদের অনেকেই সেসময় বাসায় ছিলোনা। যে কারনে প্রথমদিকে আগুন নেভানোর সুযোগ হয়নি। পরে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন জানান, ক্ষতিগ্রস্তদের জন্যে শুকনো খাবার ও কম্বলের ব্যবস্থা করা হয়েছে। পরিবার গুলোকে সর্বাত্মক সহযোগীতা করতে উপজেলা প্রশাসন আরও ব্যবস্থা নিচ্ছে বলেও জানান তিনি। 

মঈনুদ্দীন/আল/ দীপ্ত সংবাদ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More