বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এসইজেডএস) বিনিয়োগের জন্য সুইস উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (২৩ অক্টোবর) সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো সিগফ্রিড রেংগলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে এলে শেখ হাসিনা এ আহ্বান জানান। এসময় তিনি বলেন, ‘আমরা (এসইজেডএসে) জমি দেব। তারা (সুইস উদ্যোক্তারা) বাংলাদেশে একটি মিনি সুইজারল্যান্ড তৈরি করতে পারে।
সৌজন্য সাক্ষতে প্রধানমন্ত্রী সুইস রাষ্ট্রদূতকে বলেন, আমরা বাংলাদেশ–সুইজারল্যান্ড দ্বিপাক্ষিক সম্পর্ককে একটি ব্যাপকভিত্তিক অংশীদারিত্বে রূপ দেওয়ার অপেক্ষায় আছি।
এসময় সুইস কোম্পানিগুলোও বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী বলে জানান রাষ্ট্রদূত রেটো সিগফ্রিড রেংগলি। একইসঙ্গে তিনি এক দশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক উন্নতির প্রশংসা করেন।
রাষ্ট্রদূত জানান, তিনি দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদার করতে কাজ করবেন। একইসঙ্গে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় দুই দেশ একসঙ্গে কাজ করবে বলেও উল্লেখ করেন রেংগলি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় দায়িত্ব পালনকালে সুইস রাষ্ট্রদূতকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
আল/ দীপ্ত সংবাদ