খাদ্য, পানি ও ওষুধের তীব্র সংকটের মাঝে গত দুদিনে ত্রাণবাহী ৩৭টি ট্রাক মিসরের রাফাহ ক্রসিং দিয়ে গাজায় প্রবেশ করেছে। অপেক্ষায় রয়েছে আরও ১৪ টি ট্রাক।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস শনিবার কায়রোতে এক শান্তি সম্মেলনে বলেন,“মিশর থেকে গাজায় বড় আকারে এবং অব্যাহত ভাবে ও নিরাপদ উপায়ে যত দ্রুত সম্ভব এসব ট্রাক চলাচল শুরু করতে দিতে হবে।”
তিনি এই সুবিধা প্রদানের জন্য, মিশরের ভূমিকার ধন্যবাদ জানান।
তিনি বলেন, “কিন্তু গাজার জনগণের জন্য পর্যাপ্ত সহায়তা অব্যাহতভাবে সরবরাহ করা প্রয়োজন। আমরা এটি করার জন্য সংশ্লিষ্ট সমস্ত পক্ষের সাথে নিরবচ্ছিন্নভাবে কাজ করছি।”
তবে ফিলিস্তিনিদের জন্য এটি যথেষ্ট নয় বলে মনে করেন জাতিসংঘের জরুরি ত্রাণ সংস্থার প্রধান মার্টিন গ্রিফিথস। গাজার মানবেতর পরিস্থিতির মধ্যেও বিমান হামলা জোরদার করার কথা জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী।
হামলায় এ পর্যন্ত ৪ হাজার ৬শর বেশি ফিলিস্তিন নাগরিক নিহত হয়েছে। আগামী সপ্তাহে ইসরায়েল সফরের ঘোষনা দিয়েছেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুট এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো।
আল/ দীপ্ত সংবাদ