ফেনীর সোনাগাজীতে নিষিদ্ধ সময়ে ইলিশ আহরণের দায়ে ৬ জেলেকে ১২ দিন করে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত। রবিবার (২২ অক্টোবর) সকালে ফেনী নদী থেকে মৎস্য বিভাগের সহযোগিতা তাদেরকে ৬ হাজার মিটার কারেন্ট জালসহ আটক করা হয়েছে।
দন্ডিতরা হচ্ছেন, নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার চরফকিরা এলাকার মো. আব্দুল মোনাফের ছেলে মো. বাবলু (২৬), কোম্পানীগঞ্জ থানার মুছাপুর গ্রামের মো. হানিফের ছেলে সাইফুল ইসলাম (২৬), মো. আব্দুল সত্তরের ছেলে মো. তারেক (২৫), কোম্পানীগঞ্জ থানার চরফকিরা গ্রামের মো. শাহাবুদ্দিনের ছেলে জাকির হোসেন (৩৫), মনির আহম্মদ (২৬), মো. রাসেল উল্যাহ (২০)।
জেলা মৎস্য বিভাগ জানায়, দীর্ঘদিন যাবত নোয়াখালী থেকে ফেনী নদীতে এসে ইলিশ আহরণ করে যাচ্ছেন জেলেদের কয়েকটি দল। গত কিছুদিন যাবৎ ইলিশ আহরণ নিষিদ্ধ হওয়ার পরও তারা ইলিশ আহরণ বন্ধ করেনি। এমন তথ্যের ভিত্তি রোববার সকাল ৭টার দিকে সোনাগাজী উপজেলার সহকারী কমিশনার এসএম অনিকের নেতৃত্বে নদীতে অভিযান চালায় মৎস্য বিভাগ। এসময় ৬ জন জেলেকে ৬ হাজার মিটার কারেন্ট জালসহ আটক করা হয়। পরে আটককৃতদের প্রত্যেককে ১২ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে সোনাগাজী মডেল থানায় হস্তান্তর করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা (পশুরাম) সৈয়দ মোস্তফা জামান জানান, আমাদের ফেনী অংশের জেলেরা নিষিদ্ধ সময়ে নদীতে নামছেনা। কিন্তু নোয়াখালীর জেলেরা ফেনী অংশে এসে ইলিশ আহরণ করছেন।
সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুল হাসান বলেন, ফেনী নদীতে অভিযান চালিয়ে কোম্পানীগঞ্জের ছয় জেলেকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১২ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম জানান, নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় ভ্রাম্যমাণ আদালতে দন্ডিত ৬ জেলেকে কারাগারে পাঠানো হয়েছে।
আবদুল্লাহ মামুন/ আল/ দীপ্ত সংবাদ