প্রোটিয়াদের দেওয়া ৪০০ রানের পাহারসম টার্গেট তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে মাত্র ১৭০ রানে গুটিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। ইংল্যান্ডকে ২২৯ রানের বড় ব্যবধানে হারিয়ে এক ম্যাচ পর জয়ে ফিরল সাউথ আফ্রিকা।
শনিবার (২১ অক্টোবর) ওয়াংখেড়েতে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৯৯ রান তোলে দক্ষিণ আফ্রিকা। সর্বোচ্চ ১০৯ রান এসেছে ক্লাসেনের ব্যাট থেকে। জবাবে ২২ ওভারে ১৭০ রানে অল আউট হয় ইংল্যান্ড। ইংলিশদের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করে অপরাজিত ছিলেন মার্ক উড।
লক্ষ্য তাড়ায় শুরুতেই হোঁচট খায় ইংল্যান্ড। ইনিংসের তৃতীয় ওভারে সাজঘরে ফেরেন জনি বেয়ারস্টো। সুবিধা করতে পারেননি ডেভিড মালান, জো রুট, বেন স্টোকসরাও। এই তিন ব্যাটারের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। টপ অর্ডার ব্যর্থতার দিনে ফেইল করেছে ইংলিশ মিডল অর্ডারও। তাতে দলীয় ১০০ রান পূর্ণ হওয়ার আগেই ৭ উইকেট হারায় তারা।
সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। শেষ পর্যন্ত সব উইকেট হারিয়ে মাত্র ১৭০ রানে গুটিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা।
আল/ দীপ্ত সংবাদ