মা ইলিশ সংরক্ষণ করার লক্ষ্যে জেলেদের নিয়ে পিরোজপুরে সচেতনাতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। নৌ পুলিশ খুলনা অঞ্চলের আয়োজনে শনিবার (২১ অক্টোবর) বিকেল ৪ টায় পাড়েরহাট মৎস্য অবতরণ কেন্দ্রে এ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
পাড়েরহাট নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে এবং স্বরূপকাঠি নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ চন্দ্র দে এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন খুলনা অঞ্চলের নৌ পুলিশ সুপার মোঃ শরিফুর রহমান, বিশেষ অতিথি ছিলেন খুলনা অঞ্চলের নৌ পুলিশের সহকারী পুলিশ সুপার আহসান হাবীব, শংকরপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ তোফাজ্জল হোসেন মল্লিক স্বপন, ইন্দুরকানি উপজেলার মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক। এছাড়াও মৎস্যজীবী সমিতির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় নৌ পুলিশ সুপার বলেন, মা ইলিশ সংরক্ষণ হলে জেলে ভাইয়েরা সব থেকে বেশি লাভবান হবে। আমাদের ইলিশ ইউরোপে রপ্তানি করা হয়। আমরা যদি মা ইলির রক্ষা করতে পারি তাহলে আমাদের দেশে ইলিশ উৎপাদনে কোন ঘাটতি থাকবে না এবং বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো।
কবির হোসাইন/ আল/ দীপ্ত সংবাদ