দুর্গোৎসবের মহাসপ্তমী আজ (শনিবার ২১ অক্টোবর)। হিন্দু শাস্ত্রমতে মহাসপ্তমীতে দেবীর পূজা হয় ষোল উপাদানে।
এছাড়া সকালে ত্রিনয়নী দেবী দুর্গার চক্ষুদানও করা হয়। একই সঙ্গে দেবীকে আসন, বস্ত্র, নৈবেদ্য, পুষ্পমাল্য, চন্দন, ধূপ ও দীপ দিয়ে পূজা করেন ভক্তরা। এ সময় পূজারীরা প্রতিমার সামনে বসে মায়ের মুখ দর্শন করন।
রাজধানীর পাশাপাশি এখন উৎসবমুখর সারাদেশের মন্ডপগুলো। সেখানে বাজছে ঢাক ও কাঁসর।
ফুল, ধূপ ও আগর সৌরভ ছড়াচ্ছে। একপাশে প্রদীপ ও মোমবাতি জ্বলছে।
আগামীকাল রবিবার (২২ অক্টোবর) মহাষ্টমী।
মহানগর পূজা উদযাপন পরিষদের নেতারা জানান, দুর্গোৎসবের অষ্টমীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শুভেচ্ছা বিনিময় করবেন।
সোমবার (২৩ অক্টোবর) মহানবমী ও মঙ্গলবার (২৪ অক্টোবর) বিজয়া দশমীর মধ্য দিয়ে বিদায় নেবেন দুর্গা।
এসএ/দীপ্ত নিউজ