গাজায় জিম্মি অবস্থায় থাকা যুক্তরাষ্ট্রের দুই নাগরিককে মুক্তি দিয়েছে হামাস। তারা হলেন জুডিথ রানান এবং তার মেয়ে নাতালি রানান।
মুক্তির পর দুই নাগরিকের সঙ্গে কথা বলেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন।
আরও বন্দিকে মুক্ত করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এছাড়াও, তার বাহিনী বিজয় অর্জন পর্যন্ত লড়াই চালিয়ে যাবে বলেও জানান তিনি।
ইসরায়েলের হামলায় গাজায় মৃতের সংখ্যা এরইমধ্যে ৪ হাজার ছাড়িয়েছে।
ফিলিস্তিনের গাজা শহরের আল–কুদস হাসপাতাল খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। যেখানে বর্তমানে ৪শরও বেশি রোগী এবং ১২ হাজার বাস্তুচ্যুত বেসামরিক নাগরিক রয়েছেন।
এদিকে, রাফাহ সীমান্ত ক্রসিং পরিদর্শন করে দ্রুত গাজায় ত্রাণ প্রবেশ করবে বলে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আ্যান্তেনিও গুতেরেস।
এসএ/দীপ্ত নিউজ