মানিকগঞ্জের ঘিওরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কৌশিক চুনুকার (১৩) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) মধ্যরাতে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত কৌশিক ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের শ্রীবাড়ী এলাকার চন্দন চুনুকারের ছেলে। সে শিবালয়ের কেন্দ্রীয় আব্দুল গণি সরকার উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র ছিল।
নিহতের পরিবার জানান, বেশকিছু দিন আগে হঠাৎ করে কৌশিকের প্রচন্ড জ্বর আসে। জ্বরের ঔষুধ খাওয়ানোর পর জ্বর সেরে গেলেও প্রচন্ড মাথা ব্যাথা কথা জানায় কৌশিক। রবিবার (১৫ অক্টোবর) তার ডেঙ্গু পরীক্ষা করা হলে ডেঙ্গু ধরা পড়ে।
স্থানীয়দের পরামর্শে কৌশিককে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিন্তু তার শারীরিক অবস্থা অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য প্রথমে মানিকগঞ্জের মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার সন্ধ্যায় কৌশিককে আইসিইউতে নেওয়া হলে মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে তার মৃত্যু হয়।
কৌশিকের বাবা চন্দন জানান, দুই সন্তানের মধ্যে কৌশিক বড়। চোখের সামনে ছেলের মৃত্যু হলো, কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। ছেলেকে নিয়ে অনেক আশা ছিল, কিন্তু এখন আমাদের সব আশা শেষ হয়ে গেলো।
কৌশিকের স্কুল শিক্ষক রজমান আলী জানান, কৌশিক খুব মেধাবী ও ভালো ছাত্র ছিল। পড়ালেখার পাশপাশি খেলাধুলা ছাড়াও বিদ্যালয়ের প্রত্যেক কাজে অংশ গ্রহন করতো। কৌশিকের মৃত্যুর খবর আমাদের বিশ্বাস করতে কষ্ট হচ্ছে।
এসএ/দীপ্ত নিউজ