ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসকে সরাসরি রাশিয়ার সঙ্গে তুলনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
ইউক্রেনে রুশ হামলার প্রসঙ্গ টেনে একে হামাসের সঙ্গে ইসরায়েলের সংঘর্ষের তুলনা করেন ইসরায়েল সফর শেষে দেশে ফিরে টেলিভিশনে জাতির উদ্দেশে দেয়া ভাষণে এসব কথা বলেন বাইডেন।
ভাষণে বাইডেন জোড়ালোভাবে উল্লেখ করেন, হামাস ও রাশিয়া কাউকে জিততে দেবেন না তিনি। মার্কিন কংগ্রেসের কাছে ইসরায়েল ও ইউক্রেনের জন্য বিলিয়ন ডলার তহবিল চাইবেন বলেনও জানান বাইডেন।
এদিকে, ইসরায়েলি সেনারা এখনও গাজা অবরুদ্ধ করে রাখায় কোন ত্রাণ সহায়তা পৌঁছানো সম্ভব হচ্ছে না। মিশরের রাফা সীমান্তে ত্রাণের স্তুপ পরে আছে।
ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৩ হাজার ৭০০ ফিলিস্তিনি নিহত হয়েছে।
এসএ/দীপ্ত নিউজ