বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন দুই ওপেনার তানজিদ তামিম ও লিটন দাস। দু’জনেই পেয়েছেন অর্ধশতকের দেখা। তানজিদ ৪৩ বলে ৫১ রান করে আউট হওয়ার পর চাপে পড়ে টাইগাররা। মাত্র ৪৪ রানের ব্যবধানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। যদিও শেষের দিকে মাহমুদউল্লাহ রিয়াদের রানের ৪৬ রানের ইনিংসে ৮ উইকেট হারিয়ে ২৫৬ রান করেছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ইনজুরির কারণে খেলছেন না বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। ফলে তার জায়গায় নেতৃত্ব দিচ্ছেন সহ–অধিনায়ক শান্ত।
এদিন লিটনের সঙ্গে তামিমের জুটি হয় ৯৩ রানের। যা বিশ্বকাপ ইতিহাসে এটা বাংলাদেশের সর্বোচ্চ রানের ওপেনিং জুটি। ২৪ বছর আগে ওপেনিংয়ে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর ছিল ৬৯। নর্দাম্পটনে পাকিস্তানের বিপক্ষে যা করেছিলেন মেহরাব হোসেন অপি ও শাহরিয়ার হোসেন বিদ্যুৎ।
তানজিদ ৪৩ বলে ৫১ রান করে আউট হওয়ার পর নিয়মিত উইকেট হারাতে থাকে বাংলাদেশ। এক প্রান্ত আগলে রেখে হাফ সেঞ্চুরি পর ৬৬ রান করে সাজঘরে ফেরেন লিটন। মাঝে মুশফিক ৩৮ রান করে আউট হন দুর্ভাগ্যজনকভাবে। শেষে রিয়াদ ৪৬ ও নাসুম আহমেদ করেন ১৪ রান।
ভারতের হয়ে দু’টি করে উইকেট নেন মোহাম্মদ সিরাজ, জাসপ্রিত বুমরাহ ও রবীন্দ্র জাদেজা।
আল/ দীপ্ত সংবাদ