মাগুরায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ভবেশ বিশ্বাস (৩৮) নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। নিহতের বাড়ি শ্রীপুর উপজেলার জয়নগর গ্রামে। তিনি শহরের রেডিয়েন্ট স্কুল এর শিক্ষক ছিলেন। এ নিয়ে জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট পাচঁ জনের মৃত্যু হল।
বুধবার (১৮ অক্টোবর) ভোর রাতে তার মৃত্যু হয়।
এছাড়া জেলায় বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় নতুন করে ৫৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। বুধবার সকাল পর্যন্ত আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ১১৫ জন ডেঙ্গু রোগী।
ডেঙ্গু আক্রান্ত রোগীদের মধ্যে মাগুরা সদর হাসপাতালে ৭৫ জন, শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৮ জন, শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আটজন ও মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫ জন চিকিৎসা নিচ্ছে।
এ বছর জানুয়ারী থেকে অদ্যবদী পর্যন্ত জেলার চার উপজেলায় ডেঙ্গু জ্বর নিয়ে মোট ভর্তি হয়েছে ৩ হাজার ৬ শত ১৪ জন । যার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে মোট ৩ হাজার ৪শত ৯৯ জন ।
জেলার সিভিল সার্জন ডাক্তার মো: শামীম কবির বলেন, এবছর ডেঙ্গু প্রকোপ বৃদ্ধির পর থেকে হাসপাতালে ভর্তি হয়ে পাচঁজনের মৃত্যু হয়েছে। তবে যারা মারা গিয়েছে তারা সকলে শুধুমাত্র ডেঙ্গু আক্রান্ত হওয়ার কারণেই মৃত্যুবরণ করেননি।
মোঃ কাশেমুর রহমান শ্রাবণ/পূর্ণিমা/দীপ্ত নিউজ