পিরোজপুরে নানা আয়োজনে পালিত হচ্ছে শেখ রাসেলের ৫৯ তম জন্মবার্ষিকী।
বুধবার (১৮ অক্টোবর) সকাল নয়টায় জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সরকারি ও বেসরকারি অফিসের কর্মকর্তা কর্মচারীদের নিয়ে সার্কিট হাউস থেকে একটি র্যালি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয় এবং সেখানে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্প অর্পণ করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
পরে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম. রেজাউল করিম (এমপি)।
বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার মুকিত ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট কানাইলাল বিশ্বাস।
এছাড়া সভায় রাজনৈতিক সামাজিক বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিসের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। কেক কোটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
কবির হোসাইন/পূর্ণিমা/দীপ্ত নিউজ